পদ্মায় পানি বৃদ্ধির কারণে পাবনার তিন উপজেলায় নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে জেলা প্রশাসক কবীর মাহমুদ এ তথ্য জানান।
মতবিনিময়ে জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, পাবনার সদর, ঈশ্বরদী ও সুজানগর উপজেলার ১৩ টি ইউনিয়নের নিম্নাঞ্চলের গ্রামগুলো পদ্মার বৃদ্ধি পাওয়া পানিতে প্লাবিত হয়েছে। তিনি বলেন, তিন উপজেলায় ১ হাজার ৫শ’ ৯২ দশমিক ৫৯ একর জমির বিভিন্ন জাতের ফসলসহ শীতকালিন সবজির ক্ষতি হয়েছে।
বুধবার থেকেই ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার হিসেবে ১ হাজার ৪শ’ ৭০ প্যাকেজ শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। সাড়ে ১৬ কেজির ব্যান্ডের এই শুকনো খাবার প্যাকেটের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার সোয়াবিত তেল, ১ কেজি লবন ও নুডুলস ৫০০ গ্রাম। এছাড়াও ত্রাণ হিসেবে ২০ টন চাল বরাদ্দ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণের জন্য সরকারি কয়েকটি দপ্তরের প্রতিনিধিরা কাজ করছেন। জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ত্রাণ বিতরণ করবেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ত্রাণ বিতরণে যে কোন অনিয়ম প্রতিহত করতে জেলা প্রশাসনের তদারকি বাড়ানো হয়েছে।
এদিকে পদ্মার পানি বৃদ্ধির ঘটনায় পাবনা সদর, ঈশ্বরদী ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট এবং ইউনিয়ন পর্যায়ের উপসহকারি কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে।
জেলা ত্রাণ কার্যালয় সূত্র জানায়, অতিরিক্ত বৃষ্টি এবং পদ্মা নদীর পানি আকষ্মিকভাবে বৃদ্ধির কারণে পাবনা জেলার সদর উপজেলার হিমাইতপুর, ভাড়ারা, দোগাছি, চরতারাপুর, ঈশ্বরদী উপজেলার পাকশী, লক্ষীকুন্ডা, সাড়া, সুজানগর উপজেলার ভায়না, সাতবাড়িয়া, নাজিরগঞ্জ, মানিকহাট, সাগরকান্দি ও পৌরসভার নিম্নাঞ্চল এবং চরাঞ্চল প্লাবিত হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, পদ্মার পানি বৃদ্ধি আরও দু’একদিন থাকতে পারে। বুধবার বিকেল তিনটা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগ পাকশীর হার্ডিঞ্জ ব্রীজের পদ্মা নদী পয়েন্টে পানি পরিমাপ করেছেন। তাদের রেকর্ড অনুসারে ১৪.৩৩ সেন্টিমিটার পানি পদ্মায় প্রবাহিত হচ্ছে। যা বিপদ সীমা ১৪.২৫ সেন্টিমিটারের ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, জেলা ত্রাণ বিষয়ক কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিসহ পাবনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।