মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১০টায় ধানমন্ডি-৩২-এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।

সংগঠনের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর দিকনির্দেশনায় সংগঠনের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিন সহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্বাঞ্জলি অর্পন করেন।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি আবু হানিফ সরকার, সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুস সবুর, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট রবিউল আলম জুয়েল, রনজিত সাহা রনি, সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, শরিফ আকবর লিমন, রায়হান খন্দকার, আজম আলী, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মেফতাহুর রহমান তায়েফ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার সম্পাদক মির্জা হাসানুল ইসলাম চয়ন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, উপ-গন-যোগাযোগ সম্পাদক মোঃ হাসান ইমাম মাসুম, সহ-সম্পাদক বাবলু মোল্ল¬া, ইমন শিকদার, চৌধুরী ব্রেলভীর আহম্মেদ, কেরামত সরদার সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিনের বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর দিকনির্দেশনায় রাজধানীর বাহিরে বগুড়া জেলা, পটুয়াখালী জেলা, চাঁদপুর জেলা, টাঙ্গাইল জেলা, চট্টগ্রামের সকল কমিটি, সিরাজগঞ্জ জেলা, ময়মনসিংহ, যশোর, নরসিংদি সহ বিভিন্ন ইউনিট মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে।

এর আগে গত শনিবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা রাজধানীর ২নং মুক্তি ভবন অডিটরিয়াম (৫ম তলা) পুরানা পল্টনে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর সঞ্চালনায় ও সংগঠনের সহ-সভাপতি গাজী মাহমুদুল ইসলাম জিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক আইন সম্পাদক ঢাকা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাডভোকেট আবু সাঈদ সাগর।

সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক ও পদ্মা সেতুর আইন উপদেষ্ঠা বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আইয়ুবুর রহমান, বীর মুক্তিযেদ্ধা এ্যাডভোকেট মনিরুজ্জামান সরকার, ডেপুর্টি এটর্নি জেনারেল এসএম নজরুল ইসলাম, ডেপুর্টি এটর্নি জেনারেল গিয়াস উদ্দীন আহম্মেদ, এ্যাডভোকেট আলহাজ্ব জয়নুল আবেদীন খান, এ্যাডভোকেট মোহাম্মদ আলাউদ্দীন, এএজি হাতেম আলী, এএজি মোঃ আলতাফ হোসেন আমানি।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারন সম্পাদক রবিউল আলম জুয়েল, রনজিত সাহা রনি, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ, চৌধুরী তানভীর আহম্মেদ, শরিফ আকবর লিমন সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিন সহ বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকালে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন।

চৌধুরী তানভীর আহম্মেদ, ঢাকা