তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর চলতি বছরের প্রথম দ্বিপক্ষীয় সফরে মঙ্গলবার সকালে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বিকেল সোয়া চারটায় দেশটিতে পৌছান। এ সফরে পোপ ফ্রান্সিস ও ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হবেন। দেশটিতে দূতাবাসের চ্যান্সরি ভবন উদ্বোধন করাসহ অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়া নিয়েও কথা বলবেন।

বৈঠকে গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, কর্মী পাঠানো, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা। ইউরোপের অন্যতম বৃহৎ গ্যাস ও তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইএনআইয়ের বাংলাদেশে বিনিয়োগের বিষয়েও আলোচনা হতে পারে।বাংলাদেশ কমিউনিটির অনুষ্ঠান, ইতালির প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ, রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজ এবং দেশটির ব্যবসায়ী প্রতিনিধি দলের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।