ক্রীড়া প্রতিবেদক :
দক্ষিণ আফ্রিকা সিরিজে টাইগার বাহিনীর অন্যতম সদস্যদেও মধ্যে ছিলেন পেসার তাসকিন আহমেদ। ২-১ ব্যবধানে ইতিহাস তৈরি করা ওডিআই সিরিজ জয়ে বড় ভূমিকা পালন করেছেন এই পেসার। ওডিআই সিরিজ চলাাকালেই তাসকিন আহমেদ ইনজুরি আক্রান্ত হন। কিন্তু ব্যথা নাশক ঔষুধ নিয়েই ডারবান টেস্টে মাঠে নেমেছিলেন।
কিন্তু ডাববান টেস্ট চলাকালেই ইনজুরি বেড়ে যায় তাসকিনের। ডারবান টেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিসিবি ম্যানেজম্যান্ট ইনজুরি আক্রান্ত তাসকিনকে দেশে ফেরত পাঠাতে ঘোষণা দেয়। আজ দেশের মাটিতে পা রাখবেন পেসার তাসিকন। এ তথ্য বিসিবি থেকে জানা গেছে।
তাহলে ডশ তাসকিনকে ছাড়াই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আগামী মাসের ১৫ তারিখ চট্টগ্রামের উইকেটে অথিথি শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে? তাসকিনের ইনজুরিটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ? জানতে চ্ওায়া হয় বিসিবি’র নিজস্ব চিকিৎসক ড. দেবাশিষ রায় চৌধুরীর কাছে।
তিনি দৈনিকবার্তাকে বলেন, ‘আসলে এখনই কিছু বলা যাচ্ছে না। আমার সঙ্গে তাসকিনের কোন কথা হয়নি। তবে আমি ইনজুরির ধরণটা জানতে পেরেছি ফিজিওর কাছ থেকে। আজ তাসকিন দেশে ফিরে আসার পর তাঁর সঙ্গে কথা বলব। এরপর একটি এক্সরে করানো হবে। এক্সরে রিপোর্ট না দেখে আসলে কিছুই বলা সম্ভব হবে না। শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের খেলার বিষয়টি ঝুঁলে আছে। বড় কিছু যদি না হয় তাহলে সম্ভব হবে। আর যদি বড় ধরনের কোন ইনজুরি হয়ে থাকে তাহলে তাসকিনের মাঠে ফেরার সময়টা বেড়ে যাবে।’
পেসার তাসকিন আজ দেশে ফিরছেন, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নিশ্চিত নন
ক্রীড়া প্রতিবেদক :
দক্ষিণ আফ্রিকা সিরিজে টাইগার বাহিনীর অন্যতম সদস্যদেও মধ্যে ছিলেন পেসার তাসকিন আহমেদ। ২-১ ব্যবধানে ইতিহাস তৈরি করা ওডিআই সিরিজ জয়ে বড় ভূমিকা পালন করেছেন এই পেসার। ওডিআই সিরিজ চলাাকালেই তাসকিন আহমেদ ইনজুরি আক্রান্ত হন। কিন্তু ব্যথা নাশক ঔষুধ নিয়েই ডারবান টেস্টে মাঠে নেমেছিলেন।
কিন্তু ডাববান টেস্ট চলাকালেই ইনজুরি বেড়ে যায় তাসকিনের। ডারবান টেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিসিবি ম্যানেজম্যান্ট ইনজুরি আক্রান্ত তাসকিনকে দেশে ফেরত পাঠাতে ঘোষণা দেয়। আজ দেশের মাটিতে পা রাখবেন পেসার তাসিকন। এ তথ্য বিসিবি থেকে জানা গেছে।
তাহলে ডশ তাসকিনকে ছাড়াই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আগামী মাসের ১৫ তারিখ চট্টগ্রামের উইকেটে অথিথি শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে? তাসকিনের ইনজুরিটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ? জানতে চ্ওায়া হয় বিসিবি’র নিজস্ব চিকিৎসক ড. দেবাশিষ রায় চৌধুরীর কাছে।
তিনি দৈনিকবার্তাকে বলেন, ‘আসলে এখনই কিছু বলা যাচ্ছে না। আমার সঙ্গে তাসকিনের কোন কথা হয়নি। তবে আমি ইনজুরির ধরণটা জানতে পেরেছি ফিজিওর কাছ থেকে। আজ তাসকিন দেশে ফিরে আসার পর তাঁর সঙ্গে কথা বলব। এরপর একটি এক্সরে করানো হবে। এক্সরে রিপোর্ট না দেখে আসলে কিছুই বলা সম্ভব হবে না। শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের খেলার বিষয়টি ঝুঁলে আছে। বড় কিছু যদি না হয় তাহলে সম্ভব হবে। আর যদি বড় ধরনের কোন ইনজুরি হয়ে থাকে তাহলে তাসকিনের মাঠে ফেরার সময়টা বেড়ে যাবে।’