বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) প্রশিক্ষণ ক্যাম্প ২০২২ শুরু হতে যাচ্ছে। বিসিবি আজ রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে। ধারাবাহিক ভাবে তিনটি ভেণ্যুতে এই প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে বিসিবি জানিয়েছে।

কক্সবাজার, সিলেট এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে অনুশীলন ক্যাম্প। ১৪ মে থেকে কক্সবাজারে ক্যাম্প শুরু হবে। এরপর সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এইচপি ক্যাম্পে তিন বিভাগ ব্যাটিং, পেস ও স্পিনে মোট ২৬ জন ক্রিকেটারকে তিন ডাকা হয়েছে।

তারা হলেন:

ব্যাটসম্যান বিভাগ – তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, শাহাদাত হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন শিকদার, তৌহিদ হৃদয়, আমিতে হাসান, আইছ মোল্লা।

পেস বোলাররা বিভাগ –শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আনামুল হক, সুমন খান, একেএস স্বাধীন, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, আসাদুজ্জামান পায়েল, মহিউদ্দিন তারেক, মোহাম্মদ মুসফিক হাসান, সোহেল রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিকুর জামান।

স্পিন বিভাগ – রকিবুল হাসান, হাসান মোরাদ, মোহাম্মদ রিশাদ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব