শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার। জাতীয় দলের সেরা অস্ত্রটি ছাড়াই বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ লঙ্কার বিপেক্ষ টেষ্ট খেলতে হবে। কারণ সাকিব আল হাসানের কোভিড টেস্ট পজিটিভ এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে।

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান কোভিড-এর জন্য পরীক্ষা  পজেটিভে এসেছে বলে বিসিবি জানিয়েছে। ১৫ মে থেকে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য কাল বুধবার বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের।

বিসিবি জানিয়েছে, সিরিজের ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রোটোকল অনুযায়ী, দলে যোগদানের পূর্বশর্ত হিসেবে সাকিবের একটি পিসিআর এবং দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। উভয় পরীক্ষাই আজ করোনা পরীক্ষা ইতিবাচক ফলাফল এসেছে। সাকিব এখন বিচ্ছিন্ন অবস্থায় আছেন। আবারো যথাসময়ে সাকিবের করোনা পরীক্ষা করা হবে। আপাতত প্রথম টেস্ট এ মাঠে নামা হচ্ছে না সাকিবের।