একদিন আগে আইরিশদের হারিয়ে মানসিক ভাবে এগিয়ে ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। আজ ছিল তাদের দ্বিতীয় ম্যাচ স্কটল্যান্ড এর বিপক্ষে। পরে ব্যাট করে ৭৮ রানের মিশনে ১৩ ওভারেই ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশের নারী ক্রিকেট দল। নিজ গ্রুপে বাংলাদেশের আর মাত্র ১টি ম্যাচ বাকী আছে। যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেট দলের বিপক্ষে ২১ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতে রাতে টস হেরে বল করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেনি স্কটল্যান্ড। বোলার সোহেলী আক্তারের ঝড়ো বোলিং তোপে উড়ে গেছে স্কটল্যান্ডের টপ অর্ডার। মাত্র ৪ ওভার বল করে ১টি মেডেন দিয়ে ৭ রানে শিকার করেন ৪ উইকেট! স্কটল্যান্ড ৭৭ রানে অলআউট হয় ২০ ওভার শেষে।

এরপর মাুমলি টার্গেট তাড়া করতে মাঠে নামে বাংলাদেশ। মাত্র ১৩ ওভারে বাংলাদেশ ৭৮ রান স্কোর বোর্ডে জমা করে। ওপেনার মুর্শিদা খাতুনের ১৫ আর ওয়ানডাউনে নামা নিগার সুলতানার ৩৪ রানে ভর দিয়ে বাংলাদেশ ৬ উইকেটের সহজ জয় পায়। ম্যাচে সেরা হয়েছেন সোহেলী আক্তার।

এ গ্রুপে বাংলাদেশ পয়েন্ট টেবিলে শীর্ষদল। ২ ম্যাচে ২ জয় তুলে নেট রান রেট ১.৫৪৭।