22219_40587_img
দৈনিকবার্তা-নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৪ আগস্ট  : গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রবিবার দুপুরে ‘Some Reflections on Japan’ শীর্ষক বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে৷ এতে জাপানের কয়েক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ অংশ নিয়েছেন৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারম্নন-অর-রশিদ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে জাপানের Atomi Gakuem বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইয়াশু কাশাহারা ও রিক্কিউ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাই কুরাছাওয়া বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রেজিস্ট্রার মোলস্না মাহফুজ আল হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন৷ এ অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷ 

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারম্নন-অর-রশিদ বলেন, জাপান আমাদের পরীক্ষিত বন্ধু দেশ৷ জাপানের সংগে আমাদের সাংস্কৃতিক অনেক ঐক্য রয়েছে৷ বাংলাদেশের রয়েছে উদ্বৃত্ত শ্রমশক্তি৷ শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশ পারস্পারিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে লাভবান হতে পারে৷  জাপানের প্রফেসর ড. ইয়াশু কাশাহারা তাঁর বক্তব্যে, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে জাপান ও বাংলাদেশের মধ্যে পারস্পারিক সহযোগিতার যে সুযোগ রয়েছে সে বিষয় তুলে ধরেন৷ 

এছাড়াও প্রফেসর ড. সাই কুরাছাওয়া “Some Reflections on Japan”  বিষয়ে বক্তব্যে, প্রাথমিক পর্যায়ে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার উপর গুরম্নত্বারোপ করে জাপান কিভাবে একটি আধুনিক উন্নত দেশে পরিণত হয়েছে সেই অভিজ্ঞতা তুলে ধরেন৷ বর্তমানে জাপানে বৃদ্ধদের সংখ্যা বৃদ্ধি ও ক্ষয়িঞ্চু পারিবারিক বন্ধন এবং শ্রমিকদের সংখ্যা হ্রাস পাওয়ায় কী ধরনের সংকট সে দেশের সমাজে দেখা দিচ্ছে, সে বিষয়ে বিষদ বিবরণ তুলে ধরেন৷ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম রবিবার এ তথ্য জানিয়েছেন৷