1416209760

দৈনিকবার্তা-নারায়নগঞ্জ, ১৭নভেম্বর: নারায়নগঞ্জের রম্নপগঞ্জে ব্যবসায়ী মনির হত্যা মামলায় ছয় জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত৷ নারায়নগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজি শহিদুল আলম চৌধুরী সোমবার সকালে এ রায় প্রদান করেন৷ ফাসির দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে সোলেমান, রিপন, জাহাঙ্গীর, আক্কাস, অহিদ ওরফে রনি ও আক্তার হোসেন৷

আদালত সুত্র জানিয়েছে, ২০০৮ সালের ২৫ জুলাই রাতে ব্যবসায়ী মনির হোসেন রম্নপগঞ্জের ভুলতা গাউছিয়া বাজার থেকে বাড়ী ফেরার পথে হুরগাও ভোলাইখালী সড়কের একটি পরিত্যাক্ত বাড়ির সামনে রিঙ্া থেকে নামিয়ে হাত , পা, চোখ বেঁধে ৭/৮জন ডাকাত তাকে পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে দেয়৷ পরে এলাকাবাসি তার লাশ উদ্ধার করে৷ এসময় ডাকাতরা মনিরের কাছ থেকে ৪ হাজার টাকা নিয়ে যায়৷ ডাকাতরা তাকে হত্যা করে পানিতে ফেলে চলে যাওয়ার পর রিঙ্া চালকের চিত্‍কারে এলাকাবাসী এসে তার লাশ উদ্ধার করে৷

নিহতের স্ত্রী হাসিনা বেগম জানিয়েছে, তার স্বামী আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিল৷ দন্ডপ্রাপ্ত আসামীরা এলাকায় ডাকাতি ও অসামাজিক কাজের সাথে জড়িত ছিল৷ তাকে হত্যা করার সময় সে আসামীদের চিনে ফেলেছে৷ আসামীরা এ সময় বলেছিল “তুই আওয়ামী লীগ করিস, আমাদের র্যাব দিয়ে ধরিয়ে দিয়েছিস৷ তাই তোকে শেষ করে দিলাম”৷ তিুিন জানান, এর প্রতিশোধ নিতে তাকে হত্যা করা হয়েছে৷ তিনি আদালতের রায়ে সনত্মোষ প্রকার করে এ রায় দ্রম্নত বাসত্মবায়নের দাবী করেন৷

আদালতে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট ফজলুর রহমান এবং আসামী পৰে এডভোকেট সালাউদ্দিন সবুজ৷অতিরিক্ত পিপি এডভোকেট ফজলুর রহমান জানান, রম্নপগঞ্জের একটি ডাকাত দল মনিরকে হত্যা করেছে৷ এ হত্যাকান্ডের সাথে আসামীরা জড়িত ছিল বলে ১১জনের স্বাৰ প্রমান দিয়েছে৷ ব্যক্তিগত শত্রুতা থেকে মর্মানত্মিক এ হত্যা সংঘঠিত হয়েছে বলে আদালতে প্রমানিত হয়৷ তিনি জানান, বর্তমানে ৬জন আসামী কারাগারে আটক আছে৷তবে আসামী পক্ষের আইনজীবি এডভোকেট সালাউদ্দিন সবুজ জানান, তারা এ রায়ে সনত্মোষ্ট নয় বলে জানিয়ে তিনি বলেন আসামী পক্ষ উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবে৷

এদিকে, নদী পথে চাঁদাবাজি বন্ধ, নিরাপদে যাতায়াতের জন্য নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌ পুলিশের কর্যক্রম উদ্বোধন করা হয়েছে৷ সোমবার দুপুরে নৌ পুলিশের কর্যক্রম উদ্বোধন করেন নৌ পুলিশের ডি আই জি মো: মনিরম্নজ্জামান৷ এসময় সাথে ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান, নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার ধীরেন পাত্র, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের৷

নৌ পুলিশের ডি আই জি মো: মনিরম্নজ্জামান শীতলৰ্যা নদী পথে ঘুরে দেখেন৷ পরে তিনি সাংবাদিকদের জানান, আজ নৌ পুলিশ অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ থেকে ছয় জন ও চাদপুর থেকে চার নৌ চাঁদাবাজকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা ও সাজার ব্যবস্থা করা হয়েছে৷ নদী পথে চাঁদাবাজি বন্ধ, নিরাপদে যাতায়াতের জন্য জনগনের দাবির কারণে সরকার নৌ পুলিশ গঠন ও কার্যক্রম শুরম্ন করেছে বলে জানান ডি আই জি৷