2014-12-04_2_716244

দৈনিকবার্তা-ঢাকা, ৪ ডিসেম্বর: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারী উদ্যোক্তাদেরকে তাদের কাজের পরিধি বাড়াতে বৈচিত্র্যময় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন৷তিনি বলেন,নারী উদ্যোক্তারা কেবল মাত্র পোশাক প্রসত্মত, হসত্ম ও কুটির শিল্পজাত পণ্য উত্‍পাদনের প্রতি আগ্রহী হলে চলবে না৷ সবাই যদি একই কাজ করে তাহলে বাজার সৃষ্টি করতে অসুবিধা হবে৷ নারীদেরকে লন্ড্রী সার্ভিস, সুপার শপ, শিশু দিবা যত্ন কেন্দ্রর মতো আয়বধর্্বক উদ্যোগ গ্রহণ করতে হবে৷ তবেই তারা অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত হতে পারবেন৷

স্পিকার বৃহস্পতিবার নগরীর অফিসার্স ক্লাবের বার্ষিক আনন্দ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন৷ ক্লাবের মহিলা কমিটি আয়োজিত অনুষ্ঠানে মহিলা কমিটির সহ-সভাপতি খাদ্য মন্ত্রণালয়ের সচিব মুশফিকা ইফফাত এতে সভাপতিত্ব করেন৷ মন্ত্রীপরিষদ সচিব ও ক্লাবের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভঁূইয়া, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং মহিলা কমিটির সাধারণ সম্পাদক শিৰা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন বক্তব্য রাখেন৷

শিরীন শারমিন বলেন, আমাদের দেশের নারীরা আজ প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান ভূমিকা রাখছেন৷ তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছেন৷ কারণ তাদের দৰতা বৃদ্ধি ও তার বিকাশের জন্য সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷তিনি নারী উদ্যোক্তাদের উত্‍সাহিত করতে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের উল্লেখ করে বলেন, নারীদেরকে নিজেদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করতে হবে৷ তবেই সমাজে নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর হবে৷ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা নারী উদ্যোক্তাদের দৰতা উন্নয়ন প্রশিৰণ ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে তিনি কমিটিকে আহ্বান জানান৷মেলায় ১৩৩টি ষ্টলে তৈরি পোশাক, তাঁতের শাড়ী, জুয়েলারি সামগ্রী, কুটির শিল্পজাত পণ্যসহ বিভিন্ন রকমের পণ্যে স্থান পেয়েছে৷ তিনব্যাপি এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যনত্ম পর্যনত্ম খোলা থাকবে৷