কুড়িগ্রামের রৌমারী উপজেলা

দৈনিকবার্তা-কুড়িগ্রাম,১১ ডিসেম্বর: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ‘চরশৌলমারী’ নামে পৃথক একটি ইউনিয়নের যাত্রা শুরম্ন হলো৷ পরিষদের সকল কার্যক্রম পরিচালনার জন্য বুধবার উপজেলা কৃষি কর্মকতর্া আজিজুল হককে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে৷ চরশৌলমারী কমিউনিটি ক্লিনিক ভবনে অস্থায়ী ভাবে পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে৷ আগামি দুই মাসের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ওইসব তথ্য জানা গেছে উপজেলা নির্বাহী কর্মকতর্ার কাযর্ালয় সুত্রে৷ এর আগে চরশৌলমারী নামে নতুন ইউনিয়ন গঠনকে কেন্দ্র করে বন্দবেড় ইউনিয়নের জনগন দু’ভাগে ভাগ হয়ে একাধিকবার রক্তৰয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছিল৷ এনিয়ে হাইকোর্টে মামলা মোকাদ্দমাও চলছিল৷ হাইকোর্ট সকল মামলা নিষ্পত্তি করে সরকারের পৰে রায় দেয়৷ এতে চরশৌলমারী নামে পৃথক ইউনিয়ন গঠনের সরকারের উদ্যোগ নেওয়া আর বাধা থাকল না৷ উলেস্নখ্য যে, রৌমারী উপজেলার দাতভাঙ্গা ও বন্দবেড় ইউনিয়নের কিছু অংশ নিয়ে নতুন করে চরশৌলমারী ইউনিয়ন নামে আরেকটি ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরম্ন হয় ২০০৮ সালের দিকে৷ বন্দবেড় ইউনিয়নের প্রায় অর্ধেক মানুষ ভৌগলিক কারনে নতুন করে চরশৌলমারী ইউনিয়নের গঠনের দাবি জানিয়ে আসছিল৷ তাদের দাবি এবং এলাকার উন্নয়নে স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসনও চরশৌলমারী নামে একটি ইউনিয়নের প্রসত্মাবনা পাঠায় মন্ত্রণালয়ে হয়৷ উপজেলা নির্বাহী কর্মকতর্া আব্দুল হান্নান চরশৌলমারী নামক পৃথক ইউনিয়নের কার্যক্রমের যাত্রা শুরম্ন এবং প্রশাসক নিয়োগের কথা স্বীকার করেন৷ তিনি জানান, চরশৌলমারী নামক পৃথক ইউনিয়নের নির্বাচনের আগ পর্যনত্ম প্রশাসক দায়িত্ব পালন করবেন৷