সাগর-রম্ননি হত্যা

দৈনিকবার্তা-গাজীপুর,১১ ডিসেম্বর: সাংবাদিক দম্পত্তি সাগর-রম্ননি হত্যার ঘটনায় গ্রেফতারকৃত তানভির রহমান কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছে৷ বৃহস্পতিবার সকালে সে গাজীপুরে কাশিমপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করে৷ হাইসিকিউরিটি কেন্দ্রিয় কারাগারের জেল সুপার মিজানুর রহমান জানান, সাংবাদিক দম্পতি সাগর রম্ননি হত্যা মামলায় গ্রেফতারকৃত তানভির রহমান কাশিমপুরস্থিত হাইসিকিউরিটি কেন্দ্রিয় কারাগারে অনত্মরীণ ছিলেন৷ গত ২ ডিসেম্বর হাইকোর্টের বিচারক নিজামুল হক ও বিচারক নুরম্নল হক জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন৷ এর আগে নিম্ন আদালত ও হাইকোর্টে বেশ কয়েকবার তানভীর রহমানের জামিন আবেদন খারিজ করে দেয়৷ বুধবার তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়৷ পরে তা যাচাই বাছাই শেষে আর কোন মামলায় আটকাদেশ না থাকায় বৃহস্পতিবার ১১টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়৷ সাগর-রম্ননি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২০১২ সালের ১০ অক্টোবর তানভির রহমানকে গ্রেফতার করা হয়৷ একই বছরের ১০ ডিসেম্বর তাকে গাজীপুরের হাইসিকিউরিটি কেন্দ্রিয় কারাগারে স্থানানত্মর করা হয়৷ উলেস্নখ্য, ২০১২ সালের ১১ ফেব্রম্নয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরম্নন রম্ননি৷ এ ঘটনায় পরদিন শেরে বাংলা নগর থানায় মামলা করেন রম্ননির ভাই নওশের আলম৷ ওই বছরের ১৮ এপ্রিল এ হত্যাকান্ডে দায়ের করা মামলাটি প্রথমে তদনত্ম করে ঢাকা মহানগর ডিবি পুলিশ৷ পরে হাইকোর্টের নির্দেশে প্রায় দু’মাস পর তদনত্মভার র্যাবের হাতে সমর্পন করা হয়৷ মামলাটি দীর্ঘদিন ধরেই র্যাব তদনত্ম করলেও অগ্রগতি প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে কয়েক বার৷ ইতোপূর্বে হাইকোর্ট বেঞ্চ ও নিম্ন আদালত বেশ কয়েকবার তানভীরের জামিন আবেদন খারিজ করে দেন৷