Akramuddinsm_banglanews24_569549973

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ ডিসেম্বর: আওয়ামী লীগ সরকারকে ব্যবসা বান্ধব সরকার বলে মন্তব্য করেছেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন৷শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷বঙ্গবন্ধু আদর্শ মৃতু্যঞ্জয়ী শীর্ষক ওই সভার আয়োজন করে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ৷ সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি লায়ন মো.গনি মিয়া বাবলু৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক৷

বাণিজ্য খাতে সরকারের নেওয়া বিভিন্ন পদেক্ষেপের প্রশংসা করে এফবিসিসিআই সভাপতি বলেন, আওয়ামী লীগ সরকার আগামী ১০ বছর ক্ষমতায় থাকলে মালয়েশিয়ার চেয়েও বেশি উন্নয়ন হবে৷ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আজ আমাদের দেশের রাজনীতি নিয়ে বিদেশিরা নাক গলায়৷ কিন্তু বঙ্গবন্ধু জীবিত থাকলে তারা এই সাহস পেত না৷ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে দেখা যাবে, সারা জীবনে তার কথা ও কাজের মধ্যে কোনো গড়মিল ছিল না৷ তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন কিন্তু মুক্তি দিয়ে যেতে পারেন নি৷ তার দ্বিতীয় বিপ্লবের মধ্য দিয়ে সেই কাজ তিনি শুরু করেছিলেন৷

মন্ত্রী আরও বলেন, ৫জানুয়ারি নির্বাচন না হলে দেশে সামরিক শাসন আসত৷ ওই নির্বাচন বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পেয়েছে৷ এর প্রমাণ বিভিন্ন আন্তজার্তিক সংগঠনে বাংলাদেশের প্রার্থীদের জয়লাভ৷ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ৷