Speker_BD Youth Parliament--------1

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ ডিসেম্বর: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যুব সমাজসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন৷তিনি তরুণদের সমাজ পরিবর্তনের কান্ডারি উল্লেখ করে বলেছেন, যুব সমাজকে নেতৃত্ব প্রদানের সুযোগ সৃষ্টির যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে ইয়ূথফোরাম আয়োজিত বাংলাদেশ ইয়ূথ পার্লামেন্ট-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার একথা বলেন৷তিনি বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে দেশের সুষম উন্নয়ন, তথা জাতীয় সমৃদ্ধি অর্জন নিশ্চিত করতে সকল উন্নয়ন কর্মকান্ডে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে৷ পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের অধিকার বঞ্চিতদের জন্য যুব সমাজকে কাজ করতে হবে৷

তিনি বলেন, যুব সমাজ তাদের উদ্ভাবনী ৰমতা কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে৷ তাই সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে৷ যুব সমাজই আগামী দিনের নেতৃত্ব প্রদান করবে৷ তাই আইনের শাসন, মানবাধিকার, সংসদীয় কর্মকা-, আইন প্রণয়ন প্রভৃতি বিষয়ে তরম্নণদেরকে সচেতন করে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে৷তিনি আরো বলেন, আয়বর্ধক কর্মকা-ে নারীদের সম্পৃক্ত করা, ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের নিবৃত্ত করাসহ সামাজিক দায়বদ্ধতার সকল ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে৷

স্পিকার বলেন, নারী ও শিশুসহ সকলকে আইনের আশ্রয় লাভের সমান সুযোগ করে দিতে হবে৷ বাল্যবিবাহ ও মাদকের বিরম্নদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে৷ প্রচলিত সামাজিক মূল্যবোধের পরিবর্তনসহ মানুষের চিনত্মা-চেতনার পরিবর্তন আনতে হবে৷তিনি বলেন, দারিদ্র্য-বিমোচনসহ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সকল সূচকে অগ্রগতি থাকলেও বৈষম্য নিরসনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচেছ৷ এ সব চ্যালেঞ্জ মোকাবিলায় যুব-সমাজসহ সকলকে একযোগে কাজ করতে হবে৷ইয়ূথ ফোরামের সিইও তানজিনা নওশিনের সভাপতিত্বে যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়, কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনার ব্রায়ান অ্যালমেকিন্ডার্স, পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম ও সিরডাপ এর মহাপরিচালক সেসেপ আফেন্দি বক্তৃতা করেন৷