মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ ডিসেম্বর: মানহানির একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে সমন জারি করেছে ঢাকার একটি আদালত৷বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম অমিত কুমার দে মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন৷ মামলার তদনত্ম প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল৷ মামলা তদনত্মকারী কর্মকর্তা পল্টন থানার ওসি (তদনত্ম) তোফায়েল আহম্মেদ আদালতে প্রতিবেদন দাখিল করেন৷ আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে সমন জারি করে৷ সমনে মির্জা ফখরুলকে ২২ জানুয়ারি মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়৷ মির্জা ফখরুলের বিরুদ্ধে আদালতে মানহানির মামলাটি দায়ের করেন বাংলাদেশ আওয়ামী মত্‍স্যজীবী লীগের সহ-সভাপতি এসএম নূর-ই আলম সিদ্দিকী৷ মামলার বিবরণীতে বলা হয়, ২০১৪ সালের ২৪ আগস্ট বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরম্নল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে কটুক্তি করে বক্তব্য দেন৷ মির্জা ফখরুলের বক্তব্য পরদিন ২৫ আগস্ট দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়৷ ওই বক্তব্যের উপর মানহানির অভিযোগে এনে গত বছর ১ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সি্নগ্ধা রানী চক্রবর্তীর আদালতে মামলাটি দায়ের করা হয়৷ আদালত মামলাটি পল্টন থানার ওসিকে তদনত্মের করে প্রতিবেদন দাখিল করার জন্য আদেশ দেয়৷ আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তদনত্ম প্রতিবেদন উল্লেখ করা হয়