ইনু

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জানুয়ারি: দেশে চলমান পরিস্থিতিতে জ্বালাও- পোড়াও এর ঘটনায় উস্কানি দিলে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আইনের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷শুক্রবার রাজধানীর নটরডেম কলেজে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ন্যাচার সামিট’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন৷

ইনু বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে সরকারের মন্ত্রীদের বৈঠক প্রসঙ্গে বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, নাশকতাকারীদের জ্বালাও-পোড়াও মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরতে গণমাধ্যমের সহায়তা চাওয়া হয়েছে৷ ন্যাচার সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং জঙ্গিবাদ প্রতিরোধের মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে হবে৷

প্রসঙ্গত, সন্ত্রাস, সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সরকারের পাশাপাশি সকল ইলেকট্রনিক মিডিয়া ঐক্যবদ্ধ হয়েছে৷ বিএনপির ডাকা অবরোধ-হরতাল কর্মসূচির সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা সহায়ক খবরও প্রচার না করার অঙ্গীকার করেছে তারা৷বৃহস্পতিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র মন্ত্রী, বিভিন্ন ইলেট্রনিক মিডিয়ার মালিক ও কর্মকর্তাদের এক মতবিনিময় বৈঠকে এসব বিষয়ে ঐক্যমত প্রকাশ করা হয়৷

দেশের টেলিভিশন স্টেশনের মালিক ও প্রতিনিধিদের ডেকে সহিংসতা ও নাশকতা উসকে দেয়ার’মত খবর প্রকাশ না করার পরামর্শ দিয়েছে সরকার৷সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের দেশ ভাল চলার খবর দেয়ার পরামর্শ মেনে চলবেন বলে তাদের ‘জানিয়েছেন মালিকরা৷ দেশের পরিস্থিতি স্বাভাবিক দাবি করে এ বিষয়টি তুলে ধরতে বৈঠকে টেলিভিশন চ্যানেলগুলোর সহযোগিতা চাওয়া হয় সরকারের তরফ থেকে৷ অন্যদিকে টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা বৈঠক শেষে জানান, সহিংসতা ও রাজনীতির ঘটনাগুলো একসঙ্গে না মিলিয়ে নাশকতার ‘সঠিক চিত্র’ তুলে ধরতে সরকারের আহ্বানে তারা ‘একমত হয়েছেন’৷