isis_225769

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ ফেব্রুয়ারি: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কমপক্ষে ৯০ আসিরীয় খ্রিস্টানকে অপহরণ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আইএস জঙ্গিরা সিরিয়ার হাসাকেহ প্রদেশে আসিরীয় খ্রিস্টানদের দু’টি গ্রাম তাল শামিরাম ও তাল হরমাজ কুির্দ বাহিনীর কাছ থেকে দখল করে নেয়। এরপর ওই দুই গ্রাম থেকে ৯০ জনকে অপহরণ করা হয়।ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠনটি অপহৃত আসিরীয়দের ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি।আইএস সিরিয়ায় খ্রীস্টানদের বিভিন্ন গীর্জা ও মাজার ধ্বংস করেছে। একইসঙ্গে তারা দাবি করেছে, তাদের অধীনে খ্রীস্টানদের বসবাস করতে হলে জিজিয়া কর দিতে হবে।হাসেকাহ প্রদেশের বেশিরভাগ এলাকা কুর্দি ও আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।আইএস তাল হামিস শহর ও এর পর্শ্ববর্তী এলাকা পুনর্দখলের লক্ষ্যে অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে তারা ইতোমধ্যে ২৪টি গ্রাম ও পাড়ার দখল নিয়েছে। তাল হামিস আইএসের মঙ্গলবার দখল নেয়া গ্রামগুলোর পূর্বে অবস্থিত।