BSMMU

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ মার্চ: রাজধানীতে শিশুদের জটিল কিডনী রোগের লক্ষণ ও কিডনী প্রতিস্থাপন বিষয়ক এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।শনিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র শহীদ ডা. মিলন হলে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এমআর খান , বিএসএমএমইউ’র সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন মিয়া।সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম মঈন উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান। ধন্যাবাদ জ্ঞাপন করেন ডা. রঞ্জিত রঞ্জন রায়।গুরুত্বপূর্ণ সিম্পোজিয়ামে আরো বক্তব্য রাখেন ভারতের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স-এর অধ্যাপক অরভিন্দ বাঘা, ভারতের সেন্ট জনস মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক কিশোর ডি ফাদকে, যুক্তরাষ্ট্রের ওজি জোনসন ভিএএমসি কলেজ অব মেডিসিনের অধ্যাপক নাসিমুল আহসান ।