cox_malaysia__3__

দৈনিকবার্তা-কক্সবাজার, ২৩ মার্চপুলিশ ও কোস্টগার্ড সদস্যরা কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৪৫ যাত্রীকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের সদস্য ৭ দালালকে আটক করেছে । কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানিয়েছেন, সোমবার সকাল ১০টার দিকে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে ছেঁড়াদিয়া উপকূল থেকে কোস্টগার্ড সদস্যরা একটি ট্রলারসহ ৪০ জনকে উদ্ধার করে।তাদের মধ্যে ৩৯ জন মালয়েশিয়াগামী ও একজন দালাল ছৈয়দ আলম (৩৫) ছিল। আটক আদমপাচারকারী দালাল ছৈয়দ আলম উখিয়া উপজেলার সোনারপাড়ার এলাকার মৃত কামাল উদ্দিনের পুত্র।

অপরদিকে সোমবার দুপুর ২টার দিকে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে মালয়েশিয়াগামী ৬ জনকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় আটক করা হয় আরো ৬ দালালকে। তারা হলো-রামু উপজেলার নুনিয়াছড়ার নুর মোহাম্মদের ছেলে রশিদ উল্লাহ (৪৫), উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের চেপটখালীর মো. জালালের ছেলে মো. আব্দুল কাইয়ুম (৩০), আবুল হাশেমের ছেলে আবু তাহের (১৯), আবুল কাশেমের ছেলে নুরুল আমিন (৩৩), মিয়ানমারের বুডিচং জেলার মুংডু বলিবাজার গ্রামের মো. ছালামের ছেলে আব্দুল্লাহ (২০) এবং নুরুল বশরের ছেলে মো. নুর হোছেন (২৪)। উদ্ধার করা যাত্রীরা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল।পুলিশ সুপার শ্যামল কুমার নাথ আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।