Khulna-Manobbondon-md20150330185135

দৈনিকবার্তা-খুলনা, ৩০ মার্চ: বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মানব বন্ধনে বক্তারা বলেছেন, আগামী জাতীয় বাজেটে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে অর্থ বরাদ্দ করতে হবে। অন্যথায় খুলনাবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে খুলনার উন্নয়নের প্রতিবন্ধক কুয়েট ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলমগীরের পদত্যাগ দাবি করা হয়েছে এ মানব বন্ধন থেকে।সোমবার বেলা ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন।উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামানের সভাপতিত্বে ও মহাসচিব আলহাজ্ব শেখ মোশাররফ হোসেনের সঞ্চালনায় মানব বন্ধনে বক্তৃতা করেন, বিশিষ্ট আইনজীবী এড. মঞ্জুর-উল-আলম, বিএমএ খুলনার সাবেক সভাপতি ডাঃ রফিকুল হক বাবলু, নাগরিক নেতা মোল্লা মারুফ রশীদ, মনিরুজ্জামান রহীম, এড. আবুল কাশেম, শেখ মুজিবর রহমান, এড. হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান বাবু, জিয়াউর রহমান বাবু, শেখ হাসান বখতিয়ার বাকু, মিজানুর রহমান জিয়া, সিপিবি নেতা এস,এ রশীদ, মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আপেল মাহমুদ, মেডিকেল শিক্ষার্থী অভি, ইমা, প্রবীর, একতা ইজিবাইক সমিতির সভাপতি মশিউর রহমান মিলন, শেখ আলাউদ্দিন, শেখ রবিউল ইসলাম, কবির হোসেন, শামসুর কাদের, এহসান বাবু, শেখ ইসহাক আহমেদ, ফেরদৌস হোসেন, শেখ ইমান আলী, খালেক শিকদার, মাষ্টার বদিয়ার রহমান, নারী নেত্রী রেহেনা খানম প্রমুখ।

মানব বন্ধন কর্মসূচীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার বেডে উন্নীতকরণ, আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু, জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় জনবল দেয়া এবং বৃহত্তর খুলনার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল বৃদ্ধিসহ আসন্ন জাতীয় বাজেটে অর্থ বরাদ্দেরও দাবি জানানো হয়।এসময় বক্তারা বলেন, সম্প্রতি ‘খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই’ উল্লেখ করে সরাসরি খুলনার উন্নয়নের সাথে বিরোধীতা করায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলমগীরকে প্রত্যাহার করতে হবে। বক্তারা সম্প্রতি আবু নাসের বিশেষায়িত হাসপাতালের দু’জন বিশেষজ্ঞ চিকিৎসককে অন্যত্র বদলীর আদেশ বাতিলেরও দাবি জানান। বক্তারা বলেন, ওই দু’চিকিৎসককে বদলীর ফলে আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কিডনি বিভাগ প্রায় অচল হয়ে পড়ছে।