ড.-শিরীন-শারমিন-চৌধুরী

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ মার্চ: জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কমনওয়েলথভূক্ত দেশসমূহে জীবনমানের উন্নয়নকে সিপিএ অগ্রাধিকার দিয়ে থাকে।দারিদ্র্য বিমোচন, গণতন্ত্র শক্তিশালীকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, জেন্ডার সমতা নিশ্চিতকরণসহ বিভিন্ন ইস্যুতে সিপিএ কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দ্বি-পাক্ষিক বিষয়ে পার্লমেন্টারি ফ্রেন্ডশিপ গ্র“পও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়ট পিয়েরে লারামে সোমবার জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।সাক্ষাৎকালে হাইকমিশনার স্পিকারকে সিপিএ এর নির্বাহী কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।এ সময় তারা কানাডা ও বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, উন্নয়ন সহ বিভিন্ন দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।সিপিএ’র প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিভিন্ন বিষয়ে দু’দেশের আরও কাজ করার সুযোগ রয়েছে বলেও তারা অভিমত ব্যক্ত করেন।দু’দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলেও স্পিকার আশাবাদ ব্যক্ত করেন।কানাডার হাইকমিশনার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি এবং বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।