দৈনিকবার্তা_DoinikBarta_gold

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ মার্চ: হযরত শাহজালাল আনত্মর্জাতিক বিমানবন্দর থেকে রোববার মাঝরাতে পৃথক ঘটনায় ৩.২৪ কেজি স্বর্ণসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ আটককৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা৷ কাস্টমস গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে এই স্বর্ণ আটক করে৷সোয়া তিন কেজি স্বর্ণসহ মাহামুদা হোসেন (২৬) এবং নুরুল্লাহ নুর (৪৫) নামে দুজনকে আটক করেছে কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগ৷

মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে আটক করা হয়৷ কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷তিনি জানান, ওই দুই যাত্রী মালেয়েশিয়া থেকে এমএইচ ১৯৬ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল বিমান বন্দরে সকালে অবতরণ করে৷ এ সময় মাহমুদার জুতার ভেতর থেকে চারটি স্বণের্র বার উদ্ধার করা হয়৷ যেগুলোর ওজন দুইকেজি ৪৪০ গ্রাম৷ একই ফ্লাইটে আসা নুরুল্লাহর কাছ থেকে আটশো গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়৷ আটককৃত স্বর্ণের মূল্য ১ কেটি ৬২ লাখ টাকা বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে৷আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে৷ এই সূত্র জানায়, মাহমুদা হোসেনের (২৬) জুতার ভিতর ২.৪৪ কেজি স্বর্ণ ও চারটি সোনার বার ছিল৷ এর দাম ১ কোটি ২২ লাখ টাকা৷ তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মধ্যরাতে ঢাকায় অবতরণ করেন৷একই রাতে কাস্টমস গোয়েন্দা বিভাগ নুরল্লাহ নূর (৪৫) নামের এক ব্যক্তির কাছ থেকে ৮শ’ গ্রাম স্বর্ণর্ উদ্ধার করে৷ এর দাম ৪০ লাখ টাকা৷ তিনিও একই ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকা আসেন৷