DoinikBarta_দৈনিকবার্তা education-minister-e1427190307413-300x266-300x266

দৈনিকবার্তা-ঢাকা, ০২ মে: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যে সহযোগিতা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে গবেষণা চালিয়ে যেতে হবে।শনিবার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজস্ব ক্যাম্পাসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ১৮তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।এনএসইউ থেকে এ বছর ২ হাজার ৩৪ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি লাভ করেন। এর মধ্যে দশজন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণ পদকে ভূষিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির পক্ষে মন্ত্রী শিক্ষার্থীদের হাতে সনদ ও পদক তুলে দেন।সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আমিন সরকার, এনএসইউ ট্রাস্টি বোডের্র চেয়ারম্যান বেনজির আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।