DoinikBarta_দৈনিকবার্তা e1406359327774

দৈনিকবার্তা-কক্সবাজার, ১২ মে: কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেলাল হোসেন নামের আরো একজন তালিকাভুক্ত মানব পাচারকারী নিহত হয়েছে।এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও গুলি উদ্ধার করেছে।মঙ্গলবার ভোর ৬ টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ভূমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত বেলাল হোসেন সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়ার মৃত মোস্তাফার পুত্র।কক্সবাজার সদর থানার ওসি মতিউল ইসলাম জানান, মানব পাচারকারীরা গোপনে বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ কক্সবাজারের ঈদগাঁহ ভূমিরাঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় মানব পাচারকারীরা পুলিশের অবস্থান টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় তালিকাভুক্ত মানব পাচারকারী বেলাল হোসেন গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় বেলালকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়াও আহত দুই পুলিশ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরো জানান, তার নেতৃত্বে একটি বিরাট সিন্ডিকেট মালয়েশিয়ায় মানব পাচার করে আসছে। নিহত বেলালের বিরুদ্ধে মানব পাচারের ছয়টি মামলা রয়েছে।