7722

দৈনিকবার্তা-বাগেরহাট, ১৯ মে: একটি হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত৷মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আল আসাদ মো. আসিফুজ্জামান এ রায় দেন৷মৃতু্যদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে৷ এছাড়া যাবজ্জীবন দণ্ডিতকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে৷

মৃতু্যদণ্ডপ্রাপ্ত চারজন হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সাপরাখালী গ্রামের আফসার আলী খাঁর ছেলে লাভলু খাঁ, পশ্চিম বহরবুনিয়ার আসমত আলী হাওলাদারের ছেলে হাবিবুর রহমান হবি ওরফে হাবি ডাকাত, সাপরাখালীর তাজেল হওলাদারের ছেলে আলামিন হাওলাদার এবং সূর্যমুখী গ্রামের মজিদ হওলাদারের ছেলে বেল্লাল হোসেন৷যাবজ্জীবন দণ্ডিত হলেন পশ্চিম বহরবুনিয়া গ্রামের আব্দুর রব শেখের ছেলে হারুন শেখ৷ মৃতু্যদণ্ডপ্রাপ্ত সবাই পলাতক রয়েছেন৷ রায় ঘোষণার সময় শুধু উপস্থিত ছিলেন যাবজ্জীবন দণ্ডিত হারুন শেখ৷মামলার নথি থেকে জানা যায়, জমিজমা নিয়ে আসামিদের সঙ্গে মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের বশির উদ্দিন হওলাদারের ছেলে সরোয়ার হোসেন হাওলাদারের বিরোধ ছিল৷

এর জেরে ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি রাতে আসামিরা সরোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের পশ্চিম বহনবুনিয়া গ্রামের বয়াসিঙ্গের খালপাড়ে কুপিয়ে হত্যা করে৷অনেক খোঁজাখুঁজির পর রাতেই তার লাশ উদ্ধার করে স্বজনরা৷ওই ঘটনায় পরদিন নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা করেন৷২০০৭ সালের ৩০ অক্টোবর মোরেলগঞ্জ থানার এসআই আবুল কালাম ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন৷অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয় জনকে খালস দেওয়া হয়েছে৷ মামলা চলাকালে একজনের মৃতু্য হয়৷রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি শেখ মোহাম্মদ আলী এবং আসামিদের পক্ষে ছিলেন আব্দুল জলিল বেপারি৷