Rajshahi Teacher News 2-6-15

দৈনিকবার্তা-রাজশাহী, ০২ জুন: রাজশাহীর স্কুলশিক্ষক আব্দুল খালেক অপহরণের ২৪ ঘণ্টা পর নাটোর থেকে উদ্ধার করছে পুলিশ।এ সময় মেহেরুল ইসলাম নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় এ ঘটনা ঘটে।আব্দুল খালেক রাজশাহীর বাঘা উপজেলার মহদিপুর গ্রামের গোলাম রসুলের ছেলে ও স্থানীয় একটি স্কুলের শিক্ষক।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও অপহৃতের পরিবার জানায়, মোবাইলে লটারির প্রতারণার ফাঁদ পেতে অপহরণকারীরা সোমবার সকালে আব্দুল খালেককে নাটোরের হয়বতপুর এলাকায় ডেকে আনে। তারপর তাকে হাত পা বেঁধে একটি বাড়িতে আটকে রাখা হয়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে আব্দুল খালেকের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি নাটোর সদর থানা পুলিশকে জানালে মঙ্গলবার পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় মেহেরুল ইসলাম নামে এক অপহরণকারীকে আটক করে। তবে অন্য অপহরণকারীরা পালিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে। অন্য অপহরণকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।