Sirajgong Mill Fine News 8-6-15

দৈনিকবার্তা-সিরাজগঞ্জ, ০৮ জুন: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তাঁতসৃমদ্ধ তামাই এলাকায় অবৈধভাবে কারখানা বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগে অর্ধশতাধিক কারখানা মালিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিবেশ দূষণ বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের যুগ্ম সচিব ও ইনফোর্সমেন্ট বিভাগ সদর দপ্তরের পরিচালক আলমগীর হোসেন।

এ সময় পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যলয়ের পরিচালক এ কে এম মাসুদুজ্জামান সহ পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মকতারা উপস্থিত ছিলেন। অভিযানে তামাই এলাকায় প্রতিষ্ঠিত মার্চেন্ডাইজিং এবং প্রসেস মিলগুলোতে ইটিপি না থাকায় এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিত যত্রতত্র রং এবং ক্যামিকেল মিশ্রিত পানি ফেলে পরিবেশ দূষণের অভিযোগে অর্ধশতাধিক কারখানা মালিককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।