Thakurgaon Pic_1

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ১৭ জুন: ঠাকুরগাঁও সদর উপজেলার বৈকণ্ঠপুর ইসলাহুল উম্মাহ আদর্শ কাওমী মাদরাসার ৩০ জন ছাত্রীর মাঝে হেজাব বিতরণ করা হয়েছে।এ উপলক্ষে আজ বুধবার সকালে মাদরাসা প্রাঙ্গনে বৈকণ্ঠপুর মুসলিম সোসাইটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, মাদরাসার সভাপতি শাহাজুদ্দিন মাষ্টার, আব্দুস সালাম, আরিফুজ্জামান, আলতাফুর রহমান, আবু তালেব, হামিদুর রহমান, মোজাম্মেল হক, শরিফুল ইসলাম, আল আমিন, নুরে আলম সহ অনেকে।বক্তারা ক্রমান্বয়ে ঠাকুরগাঁও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের নারীদের মাঝে হেজাব বিতরণ সহ নারীদের সম্ভ্রম রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।আলোচনা সভা শেষে ওই মাদরাসার ৩০ জন ছাত্রীর মাঝে হেজাব বিতরণ করা হয়।উল্লেখ্য, গত ১১ মে স্থানীয়ভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের বৈকণ্ঠপুর ইসলাহুল উম্মাহ আদর্শ কাওমী মাদরাসা নির্মাণ করা হয় এবং মাদরাসার উন্নয়নের জন্য বৈকণ্ঠপুর মুসলিম সোসাইটি নামে একটি সংগঠন করা হয়।