Gournadi Photo..27-06-15 (3)

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ২৭ জুন ২০১৫: টানা ভাড়ি বর্ষণে ধ্বসে পড়েছে জেলার গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার জনগুরুত্বপূর্ণ একটি কাঁচা রাস্তা। ফলে ওই এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদের মুসুল্লীসহ শত শত বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।জানা গেছে, গেরাকুল মহল্লার ঐতিহ্যবাহী মিঞাবাড়ি জামে মসজিদ থেকে বেপারী বাড়ি পর্যন্ত জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটি দিয়ে প্রতিদিন স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুলের কোমলমতি শিক্ষার্থী, কলেজের ছাত্র-ছাত্রী, হাসপাতালের রোগী, জামে মসজিদের মুসুল্লীসহ শত শত মানুষ যাতায়াত করে থাকে। ভুক্তভোগীরা জনগুরুত্বপূর্ণ ওই রাস্তাটি পাকা করনের জন্য দীর্ঘদিন থেকে স্থানীয় পৌর কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও ব্যর্থ হয়েছেন। অবশেষে গত কয়েকদিনের টানা বর্ষণে শুক্রবার রাতে গুরুত্বপূর্ণ এ রাস্তাটির তিনটি স্থান ধ্বসে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। স্থানীয় মুসুল্লী মো. আনোয়ার সরদার আক্ষেপ করে বলেন, পবিত্র রমজান মাসে একমাত্র ওই রাস্তাটি দিয়েই মিঞাবাড়ি জামে মসজিদে গিয়ে আমাদের পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতে হয়। এছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলের জন্য একমাত্র কর্দমক্ত রাস্তাটি ধ্বসে পড়ায় এখন চরম দুর্ভোগ বেড়ে গেছে। সূত্রে আরও জানা গেছে, জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি ইতোমধ্যে একাধিকবার পাকা করণের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হলেও রহস্যজনক কারনে তা আলোর মুখ দেখেনি। ভূক্তভোগীরা জরুরি ভিত্তিতে পাইলিংয়ের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করনের জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।