R U Iftar News 11-5-15

দৈনিকবার্তা-রাজশাহী, ১১ জুলাই ২০১৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান বলেছেন, ‘৭৩’র এ্যাক্ট দিয়ে বিশ্ববিদ্যালয় চললেও আমাদের বিভিন্ন জনের বিতর্কিত কাজের ফলে নানা সময়ে বিশ্ববিদ্যালয়ে কালিমা লেপন করা হয়েছে। অনেক অপবাদ আমরা নিয়েছি। তবে সমাজের জানালা বলে পরিচিত সাংবাদিক বন্ধুরা আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। দুর্নীতি কিংবা অন্য কোন অসততা এখানে থাকবে না। কারণ শিক্ষা আর দুর্নীতি একসঙ্গে চলতে পারে না।’বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উদ্যোগে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল।বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, ‘আমরা চেষ্টা করছি এসব অপবাদ ঝেড়ে ফেলতে। যদিও এটা অত্যন্ত কঠিন কাজ। তবুও চেষ্টা করে যাচ্ছি স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাওয়ার জন্য।’ এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মু. এন্তাজুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েনউদ্দিন আহম্মেদ, প্রক্টর প্রফেসর তারিকুল হাসান প্রমূখ।