R U Eid Vacetion News 11-7-15

দৈনিকবার্তা-রাজশাহী, ১১ জুলাই ২০১৫: পবিত্র মাহে রমজান, শবে ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ১৫ দিনের ছুটি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। এরই মধ্যে অনেকেই নাড়ির টানে ফিরে গেছেন নিজ গ্রামে। তবে ক্যাম্পাসে উৎসবমূখর পরিবেশ না থাকলেও প্রয়োজনের তাগিদে অনেকেই থেকে গিয়েছিলেন। পরীক্ষা বা অন্যান্য কাজে যারা আবাসিক হলে ছিলেন তাদেরও আজ চলে যেতে হচ্ছে প্রিয় ক্যাম্পাসকে একা করে। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন।এদিকে শনিবার সকালে আবাসিক হলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ১২টায় হল ছাড়ার কথা থাকলেও মূলত সকালেই সবাই হল থেকে নিজ নিজ গন্তব্যে উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তাই রাবির আবাসিক হলগুলো এখন শিক্ষার্থী শূন্য। উৎসব মুখর ক্যাম্পাস এখন ফাঁকা পড়ে আছে।সকালে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ছাড়া অন্য কোথাও কোন মানুষের আনাগোনা নেই। প্রশাসনিক কাজ আগামী ১৬ তারিখ পর্যন্ত চলবে তাই সেখানে কর্মচারী-কর্মকর্তাদের উপস্থিতি দেখা যাচ্ছে। এছাড়া আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা তল্পি-তল্প গুছিয়ে বেরিয়ে পড়েছে নিজ বাড়ির উদ্দেশ্যে।

বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে বাসের জন্য অপেক্ষারত রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী আফসানা আক্তার মিম বলেন, ‘এবার বাসায় যেতে কেন জানি ইচ্ছা করছিলো না। তবে হল বন্ধ হয়ে যাওয়ায় এখন আর কোথাও থাকার উপায় নেই। তবে ইচ্ছা আছে কোন একবার ঈদটা রাজশাহীতে বান্ধবীদের সঙ্গে থেকে করবো।’বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থী সাইদ হাসান রাজ বলেন, দীর্ঘদিন পর ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। পরিবারের সবার সাথে ঈদ করার মজাই আলাদা। বাবা-মা, ভাই-বোনদের সাথে দীর্ঘদিন পর দেখা হবে। সবার সাথে ঈদ করবো। নিজের ভেতর অন্যরকম ভালো লাগা কাজ করছে যা ভাষায় বোঝানো যাবে না।’বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন জানান, ১১ থেকে ২২ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ১১ জুলাই দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হলসমূহ খালি করতে হবে। ২৩ জুলাই সকাল ৯ টায় হলসমূহ খুলে দেয়া হবে। এদিকে ৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাশসমূহ বন্ধ থাকবে।