Bogra1

দৈনিকবার্তা-বগুড়া, ১২ জুলাই ২০১৫: বগুড়ার সান্তাহারে একটি ক্লিনিকে রোগীর দেহে অস্ত্রপচারের ফলে ওই রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগে রোগীর স্বজনরা শনিবার রাতে ক্লিনিকে হামলা চালিয়ে ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রন করে।স্থানীয় সূত্র ও রোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর শহরের ব্যবসায়ী আবুল কালাম আজাদের দুগ্ধ খামারের কর্মচারী বাচ্চু মিয়াকে (৪৪) বৃহস্পতিবার সকালে অসুস্থ্য অবস্থায় শহরের ফেমাস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ওই রাতেই তার হারনিয়ার অস্ত্রপচার করা হয়। শনিবার সকাল থেকে রোগী পুনরায় অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় রোগীর স্বজনরা রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর কথা বললেও স্থানান্তর না করে শনিবার দুপুরে পুনরায় অস্ত্রপচার করেন। অস্ত্রপচার করার পর সন্ধ্যার দিকে বাচ্চু মিয়ার মৃত্যু হয়। রোগীর মৃত্যুর খবর জানার পর তার স্বজনরা উত্তেজিত হয়ে ওঠে এবং এক পর্যায়ে ক্লিনিকে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এ ব্যাপারে ওই ক্লিনিকের তত্বাবধায়ক চিকিৎসক মাজেদুর রহমান জানান, চিকিৎসক সার্জন প্রসনজিৎ স্যানাল রোগীর অস্ত্রপচার করেন। তিনি দাবী করেন অস্ত্রপচারে কোন ভুল হয়নি। কিডনী অকার্যকর হওয়ার কারণে রোগীর মৃত্যু হয়েছে।