college

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জুলাই ২০১৫: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ( শেকৃবি) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগের দিন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। ১৪ জুলাই শুরু হয়ে ছুটি চলবে ২৫ জুলাই পর্যন্ত। ১২ দিনের এই ছুটিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে ছাত্রদের সুবিধার জন্যে এ বছরও আবাসিক হলগুলো খোলা থাকবে।ঈদের ছুটি শুরুর পরের দিন ১৫ জুলাই ১৫ বছরে পা দেবে দক্ষিণ এশিয়ার সর্বপ্রাচীন কৃষি শিক্ষার এই বিদ্যাপিঠ। ২০০১ সালের ১৫ জুলাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় রূপে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিষয়ক পরিচালক ড. সেকেন্দার আলী বলেন, ২০০৯ সালের পর থেকে এখন পর্যন্ত বড় করে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়নি। তবে এই বছরে ঈদের ছুটির কারণে প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো কিছু করা হবে না।