1439825979_24

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১৭ আগস্ট ২০১৫: আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরধরে বরিশাল জেলার গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসে রবিবার রাতে হত্যার উদ্দেশ্যে দু’যুবলীগ নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে ঘটনায় পুলিশ দুই যুবলীগ কর্মীকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে আটটার দিকে ওই দু’যুবলীগ নেতা আশোকাঠী হাসপাতালের সম্মুখের একটি চায়ের দোকানের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর অর্তকিত ভাবে হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে। মুহুর্তের মধ্যে আশোকাঠী বাসষ্ট্যান্ডের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত যুবলীগ নেতা মাসুদ সরদার জানান, স্থানীয় যুবলীগ কর্মী জিয়া হাওলাদারের নেতৃত্বে ১০/১২জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করেছে। মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু অভিযোগ করেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমানের সাথে তাদের পূর্ব বিরোধের জেরধরে তার সহযোগী জিয়াসহ অন্যান্য ক্যাডাররা পিন্টু ও মাসুদকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. হারিছুর রহমান বলেন, হামলার ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি আরও জানান, ঘটনার পর পর বাসষ্ট্যান্ড এলাকা থেকে যুবলীগ কর্মী শিমূল ঘরামী ও রুবেল সরদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় কোন মামলা না হওয়ায় সোমবার বিকেলে আটককৃতদের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জেল হাজতে প্রেরন করা হয়েছে।উল্লেখ্য, গত ১৭ মার্চ ঠিকাদারী কাজের বিরোধকে কেন্দ্র করে মাহিলাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সাথে পৌর মেয়র হারিছুর রহমানের বিরোধ চলে আসছে।