ওবায়দুল কাদের thenewscompany-obaidul kader

দৈনিকবার্তা-গাজীপুর, ১১ সেপ্টেম্বর ২০১৫ : দাবি আদায়ের নামে রাস্তা বন্ধ করে জনগণকে দুর্ভোগে না ফেলতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সম্মিলিত সঙ্গীত শিল্পী সোসাইটির আয়োজনে শিল্পী সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আহ্বান জানান।তিনি বলেন, রাজধানী ঢাকায় এমনিতেই দুর্বিষহ যানজট। এই যানজট নিরসনে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছি। যানজটপূর্ণ ঢাকায় দাবি আদায়ের নামে রাস্তা বন্ধ করে দেড় কোটি নগরবাসীকে জিম্মি করবেন না।

ওবায়দুল কাদের আরও বলেন,দাবি আদায়ের জন্য আন্দোলন করতেই পারেন, সেটা নাগরিক ও গণতান্ত্রিক অধিকার। কিন্তু মানুষকে কষ্ট দেয় এমন আন্দোলন জনগণ সমর্থন করে না।এসময় তিনি নিজ নিজ ক্যাম্পাসে দাবি আদায়ের আন্দোলন করার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানটির আহ্বায়ক সংগীত শিল্পী আশরাফ উদাস, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কায়সার প্রমুখ।