ফেনী-বিসিক

দৈনিকবার্তা-ফেনী, ১১ সেপ্টেম্বর ২০১৫: ফেনী শহরের দাউদপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৯টি দোকানঘর ভষ্মিভূত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবী। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ওইদিন রাতে দাউদপুর ব্রিজ সংলগ্ন মার্কেটের একটি কনফেকশনারী দোকানে ধোঁয়ার কুন্ডলী দেখতে পেয়ে ফায়ার সর্ভিস কর্মীদের খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই আগুনে রেস্টুরেন্ট, ফার্মেসী, ফার্নিচার ও সেলুনসহ ৯টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়, আগুনে প্রায় অর্ধকোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।