84353_f2

দৈনিকবার্তা-হবিগঞ্জ, ২৪ অক্টোবর ২০১৫: ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশার (টমটম) ৩ যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন৷ শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্টনা ঘটে৷ নিহতরা হলেন-শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিশাপট গ্রামের সবুজ আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫), বাহুবল উপজেলার তগলী গ্রামের কাকন পরের ছেলে দিনেছ পর (৪০) ও মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের টমটম চালক জিয়াউর রহমান (২৮)৷

এছাড়াও গুরুতর আহত অবস্থায় দিলারা বেগম (৩০), সালেহা বেগম (৪০) ও সালেহা বেগমের দুই শিশু রাকিব আহমেদ (১০), সাকিব আহমেদকে (৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী রুপসী বাংলা পরিবহনের একটি বাস উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে (টমটম) ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই টমটমচালক জিয়াউর রহমান নিহত হন৷

এছাড়া, গুরুতর আহত বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে বুলবুল মিয়া ও দিনেছ পরকে কর্তব্যরত চিকিত্‍ক ডা. অরুণ কুমার পাল মৃত ঘোষণা করেন৷ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম ঘটানার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, এ ঘটনায় প্রায় ১ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল৷