আইএস’র নামে হুমকি দাতার ৭ দিনের রিমান্ড আবেদনবাগেরহাটে আইএস’র নামে চিঠি দিয়ে দুই ব্যক্তিকে হুমকি দাতা অসিত কুমার দাসকে (৫২) জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে বাগেরহাট মডেল থানা পুলিশ তাকে আদালতে হাজির করবে বলে জানা গেছে।

এর আগে আইএস এর নামে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি সেলিমাবাদ ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক অরুন কুমার চক্রবর্তী ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের বাগেরহাট সদর শাখা ব্যবস্থাপক বিকাশ চন্দ্র বসুকে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়। এই হুমকি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে বাগেরহাট শহরের দশানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, কলেজ শিক্ষক ও ব্র্যাক কর্মকর্তাকে দুই দফা চিঠি পাঠিয়ে হুমকি দেয় ওই ব্যক্তি। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসিত কুমার দাস চিঠি পাঠিয়ে হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় হুমকি পাওয়া দুইজন শনিবার সকালে বাগেরহাট মডেল থানায় দুটি মামলা দায়ের করেছেন।