%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95-%e0%a6%96%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b0মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত রফিকুল ইসলামকে (৬৫) কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা।গতকাল সোমবার রাত ৭টার দিকে গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর গ্রামে এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম গজারিয়া উপজেলার একটি মাদকবিরোধী সংগঠনের উপদেষ্টা। এ ঘটনায় জড়িত সন্দেহে শহীদুল্লাহ (৪৮) নামের এক ব্যক্তিকে আজ মঙ্গলবার ভোরে আটক করেছে পুলিশ।

রফিকুল ইসলামের ছেলে রবিউল ডালিম জানান, গত পাঁচ দিন রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভাটেরচর গ্রামের শহীদুল্লাহর ছেলে মনিরুল ইসলাম সানিকে ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। সানির গ্রেপ্তারে তাঁর বাবার (রফিকুল) হাত আছে বলে মনে করে শহীদুল্লাহ। এর জেরে গতকাল রাতে একদল সন্ত্রাসী নিয়ে শহীদুল্লাহ তাঁদের বাড়িতে হামলা চালায়।

রবিউল ডালিম আরো জানান, তাঁর বাবাকে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তাঁকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জানতে চাইলে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েত-উল-ইসলাম ভূঁইয়া জানান, বীরপ্রতীক রফিকুল ইসলামের এক নাতি ঢাকায় থাকেন। শহীদুল্লাহর ছেলে সানিকে আটকের জন্য রফিকুল ইসলামের নাতিকে সন্দেহ করা হয়। এ নিয়ে এ হামলা হয়। ওসি আরো জানান, এ ঘটনায় আজ ভোরে শহীদুল্লাহকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।