গাজীপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ঝুটের আটটি গুদাম ও একটি স’মিল বিভিন্ন মালামালসহ পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ছয় ঘন্টার চেষ্টায় মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ পশ্চিমপাড়া এলাকায় আব্দুল হালিম মিয়ার ঝুটের গুদামে সোমবার রাত পৌণে ১১ টার দিকে আগুনের সূত্রপাত হয়। এদিকে মুহুর্তে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে ওই গুদামে এবং আশপাশের আব্দুল রাজ্জাক, জাহাঙ্গীর আলম, আক্কাছ আলী, মো. শামীম, শরিফ আহম্মেদের ঝুট গুদাম ও জমির আলীর স’মিলে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি এবং কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে শুরু করে। প্রায় সোয়া ৭ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা মঙ্গলবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৮টি ঝুটের গুদাম ও একটি স’মিল এবং এর মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি।