ইন্দোনেশিয়ায় ১৮৯ জন আরোহী নিয়ে সাগরে বিধ্বস্ত হওয়ার চার দিন পর লায়ন এয়ারের সেই বিমানের ব্ল্যাকবক্স সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জাকার্তা পোস্ট এ খবর প্রকাশ করেছে। গত সোমবার সকালে উড্ডয়নের ১৩ মিনিট পর জাভা সাগরে বিধ্বস্ত হয় লায়ন এয়ারের সেই বিমান। আরোহীদের সবাই মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষও জানিয়েছে, বিমানের আর কেউ বেঁচে আছে এটা তারা বিশ্বাস করেন না। বিধ্বস্ত হওয়ার আগের রাতে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। সোমবার সকালে উড্ডয়নের পরও এটি স্বাভাবিকভাবে কাজ করছিল না। বিষয়টি বোঝার পর বিমানটি নিয়ে ফিরে আসতে চেয়েছিলেন পাইলট। কিন্তু শেষ রক্ষা হয়নি।