একটি অসমাপ্ত অধ্যায়

আমার সাথে সেদিন দেখা,
ভাবছো আমরা উপন্যাস হবো??
হা হা হাহা হা হা ,কখনোই নয়।
উপন্যাস হতে হলে তো অনেক টা পথ –
একসাথে হাটতে হবে।
তুমি তো পঙ্গু, কি করে এতটা পথ পাড়ি দেবে?
ভাবছো এ আমি কি বলছি??
আরে বাবা, পঙ্গুত্ব কি শুধু শরীরে?
ওটাতো মনেও হয়।
তোমার অমায়িক, আকর্ণ হাসি দেখে,
হয়তো অনেকেই পুলকিত হয়,
কিন্তু আমি তো আর সবার মত নই।
আমি তোমার হাসির ভেতর লুকিয়ে থাকা
তাচ্ছিল্য কে জানি,বুঝি।
তাই শুধু শুধু একটা উপন্যাস হবার চেষ্টা করো না।
নিজেকে বড্ড বেশি ভালোবাসো তাই না?
তোমার ঐ ৫’ ৮ ইঞ্চি দেহ দৈর্ঘ্য
আর মোহনীয় হাসি দিয়ে
নিজেকে সবার থেকে আলাদা ভাবো।
হা হা হা হা হা হা হা ,মোটেও তা নও।
তুমি তোমার এসকল বৈশিষ্ট্য দিয়ে হতে পরো
এক অসমাপ্ত অধ্যায়,
কোনো উপন্যাস নয়।
কারণ উপন্যাস হলে হেঁটে যেতে হবে বহুদূর।
তুমি তো পঙ্গু, কি করে হাঁটবে এতটা পথ?
তাই বলি উপন্যাস হবার চেষ্টা করনা,
একটা অসমাপ্ত অধ্যায় হয়েই থাকো।

তানিয়া তাজ