চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে মো. ইলিয়াস নামে বিমান বাংলাদেশের এক পরিচ্ছন্নতা কর্মীকে তল্লাশি করে কাস্টমসের কর্মকর্তারা এসব স্বর্ণ জব্দ করেন। চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এয়ারলাইয়েন্সের একটি বিমানে করে এ স্বর্ণ আনা হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। আটক ইলিয়াস তার শরীরে লুকিয়ে ওই স্বর্ণ এয়ারপোর্ট এলাকা পার করে দেওয়ার সময় আমরা তাকে ধরে ফেলি। পরে তার শরীর তল্লাশি করে বারগুলো পাওয়া যায়।’ কাস্টমসের এ কর্মকর্তা জানান, জব্দ করা স্বর্ণের ওজন চার কেজি ২২৫ গ্রাম। এর বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।