গণতন্ত্র নেই?

আমি তোমার এমন একজন মানুষ,
যেখানে শুধু তোমারি বসবাস।
তুমি টা আমাতে মিশে রও সারাবেলা।
ভালোবাসি তোমায়,
তাই আমার রাজ্যে কোনো গণতন্ত্র নেই।
হাসছো,তাই না?
ভাবছো এ কেমন কথা?
কিসের গণতন্ত্র?
আমাকে ছাড়া কাউকে ভাবতে পারবেনা,
আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না,
আমার চোখেই শুধু রাখবে চোখ,
আমার গানেই নেচে উঠবে তুমি,
হ্যা, এটাই আমার ভালোবাসা।
আমি তোমার জন্য এক স্বৈরাচারী রাজা,
যার রাজ্যে তোমার কোন গণতন্ত্র নেই।
ভালোবাসি তোমায়,
তোমার আশ পাশ টা শুধুই
আমি দিয়ে ঘেরা।
তোমাকে হারানোর ভয়ে
ব্যাকুল এ মন স্বৈরাচার হতে বাধ্য।
স্বীকার করতে একটুও দ্বিধা নেই যে –
আমি তোমার স্বৈরাচারী শাসক।
আমার ভালোবাসা খুব স্বার্থপর,
তোমার জন্য যেমন নিজেকে শেষ করতে পারি,
তেমনি তোমাকে ধরে রাখতে,
হতে পারি নিষ্ঠুর,নির্মম।
জানি, হয়তো আমার এই অদম্য আবেগ
মাঝে মাঝে তোমার দম বন্ধ করে দেয়।
কি করবো বলো,আমি যে এমনি।
আমি আরো বেশী নির্মম হতে চাই,
তোমার চতুর্পাশে একে দিতে চাই
এক কঠিন বৃত্ত,
যেই বৃত্ত ঘিরে শুধু আমি আবর্তিত হবো,
অন্য কারো প্রবেশ প্রায় অসম্ভব।
আমায় পাগল বলো বা নির্মম বলো,
আমি শুধুই তোমার,
এক স্বৈরাচারী, নিষ্ঠুর শাসক।
যার ভেতর টায় শুধু তোমারি বসবাস।

– ?তানিয়া তাজ?