পাবনার বেড়া উপজেলার শেখপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৬ জন আহত হয়েছে। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শেখপাড়ার আবু শেখের সিলিন্ডার গ্যাস ফুরিয়ে গেলে পাশেই জাহাঙ্গীর হোসেনের দোকান থেকে নতুন গ্যাস সিলিন্ডার বাসায় নিয়ে যান। দোকানদার জাহাঙ্গীর বাসায় গিয়ে পুরাতন সিলিন্ডার খুলে নতুন গ্যাস সিলিন্ডারের সাথে চুলোয় সংযোগ দেওয়ার সময়ে সিলিন্ডারে আগুন ধরে যায়। এ সময় সিলিন্ডার ঘরের বাইরে নিয়ে গেলে সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই দোকানদার জাহাঙ্গীর (৩৫), আবু শেখ (৪৫), তার ছেলে কালাম শেখ (৩০), কালু শেখ (২৭), প্রতিবেশী আলহাজ্ব (৬৫) ও শিশু নিতি অগ্নিদগ্ধ হয়।

প্রথমেই তাদের সবাইকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসা দেয়ার পর আবু শেখ ও তার শিশু সন্তানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শেখ সরদার মিলন মাহমুদ।