গাজীপুরে এক দম্পতিসহ আরো ১১ পোশাক কর্মীর দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬জন একই পোশাক কারখানার কর্মী। এ নিয়ে জেলায় বিভিন্ন পোশাক কারখানার ২৭জন শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে রয়েছেন। শনিবার গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার নয়াপাড়া এলাকাস্থিত আলীম নীট ওয়্যার লিমিটেড কারখানার দুইজন নারীসহ ৬জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহষ্পতিবারের (১৪ মে) নমূনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে তাদের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। করোনা সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ায় পরীক্ষার জন্য গত ১১ মে তাদের দেহের নমূনা সংগ্রহ করা হয়। তারা নিজেদের ভাড়া বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত এ ৬জনের মধ্যে দু’জনের গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দিগ্রামের উপসাগরি গ্রামে। অন্যদের বাড়ি নারায়নগঞ্জের রূপগঞ্জ, সিরাজগঞ্জের উল্লাপাড়া, শেরপুরের নালিতাবাড়ি ও টাঙ্গইলের গোপালপুর থানা এলাকায়।

তিনি আরো জানান, মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ রোড এলাকার এল উসান ফ্যাশন পোশাক কারখানার এক কর্মী তার স্বামীকে নিয়ে স্থানীয় বাচ্চু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তার স্বামী স্থানীয় এশিউর নীট ওয়্যার কারখানায় চাকুরি করেন। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের খালিসাকুরি এলাকায়। করোনার লক্ষণ দেখা দেওয়ায় গত শুক্রবার টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে তাদের দেহের নমূনা পরীক্ষা করা হলে পজেটিভ হয়। তাদেরকে ওই হাসপাতালে আসোলেশনে রাখা হয়েছে।

এছাড়াও করোনার লক্ষণ দেখা দেওয়ায় গাজীপুর গত ১১মে কোনাবাড়ির আমবাগ এলাকার এমএম নীট ওয়্যার লিমিটেড কারখানার একজন (কালার ম্যান) এবং ১০ মে কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকার লিরিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সুয়িং কোয়ালিটি সেকশনের এক কর্মী এবং স্থানীয় সফিপুর এলাকার পান্ডা ফুট ওয়্যার লিমিটেড কারখানার ফিনিশিং সেকশনের এক কর্মীর দেহের নমূনা সংগ্রহ করা হয়। পরীক্ষা শেষে বৃহষ্পতিবারের প্রাপ্ত ফলাফলে তাদের দেহে করোনা পজেটিভ হয়েছে। আক্রান্ত ওই চার শ্রমিক গাজীপুরে তাদের ভাড়া বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার নারীসহ মোট ২৭জন শ্রমিকের দেহে এ পর্যন্ত করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার সর্বশেষ ১৪ মে’র প্রাপ্ত ফলাফলে গাজীপুরের ৫টি কারখানার ১১জন পোশাক শ্রমিকের দেহে করোনা ভাইরাস পজেটিভ হয়েছে। তাদের মধ্যে গাজীপুর মহানগরে ৯জন এবং কালিয়াকৈর উপজেলায় দুইজন পোশাক শ্রমিকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে, একজন কুয়েত মৈত্রী হাসপাতালে এবং তিনজন টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে আইসোলেশনে এবং অন্যরা তাদের বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। গাজীপুরে কারখানাগুলোর মধ্যে গত ২৬ এপ্রিল প্রথম এক পোশাক শ্রমিকের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়। তার বাড়ি জয়পুরহাট জেলায়।