গাজীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালিত এক অটোরিকশার চালক রবিবার সন্ধ্যায় নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাসের চালককে আটক করেছে। নিহতের নাম- মোশারফ হোসেন (২৭)। তিনি গাজীপুর জেলা সদরের জয়দেবপুর থানার রাজেন্দ্রপুরের হালডুবি এলাকার জজ মিয়ার ছেলে।

জয়দেবপুর থানার ওসি জানান, রবিবার সন্ধ্যার পর ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের হালডুবি এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশা হঠাৎ ইউ টার্ন নেয়। এসময় ঢাকাগামী অনন্যা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটির সঙ্গে ওই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এসময় চালকসহ বাসটি আটক করা হয়। আটক চালকের নাম আবু বকর। সে কিশোরগঞ্জ জেলা সদরের পাবুইকান্দি এলাকার আব্দুস সোবহানের ছেলে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।