দেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৪৮৯ জনে দাঁড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ৯১২ জন। এনিয়ে দেশে মোট পাঁচ লাখ ৫২ হাজার ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ২২৯ জন। এনিয়ে দেশে মোট পাঁচ লাখ পাঁচ হাজার ৩৪৯ জন করোনা থেকে সুস্থ হলো। আজ মঙ্গলবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ত্রিশোর্ধ একজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব ৫ জন এবং ষাটোর্ধ্ব ৬ জন। বিভাগওয়ারী হিসেবে মৃত ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম, বরিশাল ও রংপুরে একজন করে মোট তিনজন মারা গেছেন।