করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৭০ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১৬৯টি। এরমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৭০ জন। একদিনে করোনা শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন।

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩০ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট প্রাণহানি হলো ১২ হাজার ৮৬৯ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।