মাদারীপুর র‌্যাব-৮ কর্তৃক গাঁজা ইয়াবা ও বিয়ারসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার ১৯ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ব্রাক্ষ্মনপাড়া এলাকার মাদবরের বসত বাড়ীতে অভিযান চালিয়ে মোঃ আবতের মাদবর (৫২) এম এক মাদক ব্যাবসাীকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা, ৮৭ পিস ইয়াবা,একটি বিয়ার ক্যান ও মাদক ক্রয়-বিক্রয়য়ের সর্বমোট ২২,০০০/- টাকা এবং মাদক ক্রয়-বিক্রয়য়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ৪ টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সিপিসি ৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ব্রাক্ষ্মনপাড়া গ্রামের আবতের মাদবরের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮। একপর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে মাদক ব্যবসায়ী মোঃ আবতের মাদবর(৫২) কে গ্রেফতার করা হয় ।

পরবর্তীতে তার গৃহ তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা, ৮৭ পিস ইয়াবা, একটি বিয়ার ক্যান ও মাদক ক্রয়-বিক্রয়য়ের সর্বমোট ২২,০০০/- টাকা এবং মাদক ক্রয়-বিক্রয়য়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ৪ টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। উদ্ধারকৃত গাঁজা ইয়াবা বিয়ার ও অন্যান্ন আলামতসহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এসংক্রান্তে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে

সাবরীন জেরীন,মাদারীপুর।